সিলেটে প্রতিবন্ধীদের নিয়ে মাসিক স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
প্রকাশ: ২৮ মে ২০২৪, ০২:২৩ পূর্বাহ্ন | সারাদেশ

সিলেটে প্রতিবন্ধীদের নিয়ে মাসিক স্বাস্থ্য সচেতনতা দিবস উপলক্ষে প্যাসিব রিচার্জ এন্ড ডিজাইন ও আজিমুর রোকেয়া রহমান ট্রাস্টের যৌথ উদ্যোগে দিনব্যাপী এক কর্মশালা গত ২৫ মে শনিবার দুপুরে নগরীর জিন্দাবাজারস্থ গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন-জিডিএফ’র কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্যাসিব রিচার্জ এন্ড ডিজাইনের প্রতিষ্ঠাতা পরিচালক ফাতিহা পলিন।
গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের মহাসচিব ও নির্বাহী পরিচালক বায়জিদ খাঁন এর সভাপতিত্বে কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন ব্রীজ ফাউন্ডেশনের সহ প্রতিষ্ঠাতা স্বর্ণ জয়ী সরকার।
জিডিএফ’র ব্যবস্থাপক স্বপন মাহমুদের পরিচালনায় কর্মশালায় বক্তব্য রাখেন শিক্ষক জয়দ্বীপ রায়, সুপারভাইজার রায়হান খান। দিনব্যাপী কর্মশালায় ৩০ জন প্রতিবন্ধী, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
কর্মশালায় বক্তার বলেন, মাসিক স্বাস্থ্য সচেতনতায় কর্মশালার বিকল্প নেই। মেয়েদের জীবনে এই বিশেষ অধ্যায়ের শুরু হয় ৯ থেকে ১৩ বছরের মধ্যে। এই অধ্যায়টি ৪৫ থেকে ৫০ বছর পর্যন্ত চলমান থাকে। প্রতি মাসের এই বিশেষ সময়টুকুতে মেয়েদের খাদ্য তালিকায় বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন। মাসিকের সময় রক্তক্ষয়ের ফলে ঘাটতি পূরণে প্রচুর পরিমাণে উন্নতমানের প্রোটিন, ভিটামিন সি, আয়রন এবং তরল জাতীয় খাবার খেতে হবে। মাসিকের সময়টাতে অনেকেই বিভিন্ন রকম শারীরিক ও মানসিক সমস্যার সম্মুখীন হন, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।
কর্মশালায় মাসিকের সময় পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য বিধি মেনে চলার গুরুত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
কর্মশালা শেষে প্যাসিব রিচার্জ এন্ড ডিজাইন ও আজিমুর রোকেয়া রহমান ট্রাস্টের পক্ষ থেকে স্যানেটারি নেপকিন বিতরণ করেন অতিথিবৃন্দ।
প্যাসিব রিচার্জ এন্ড ডিজাইন ও আজিমুর রোকেয়া রহমান ট্রাস্টের যৌথ উদ্যোগে দিনব্যাপী কর্মশালা
জিডিএফ’র কার্যালয়ে আয়োজন করায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জ্ঞাপন করেন গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের মহাসচিব ও নির্বাহী পরিচালক বায়জিদ খাঁন।
অনুষ্ঠানে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করেন ধর্মীয় শিক্ষক মাওলানা আনিস।